Advertisement

Ayodhya Ram Lalla Pran Pratishtha : ৫০০ বছরের অপেক্ষা শেষ... রাম মন্দিরে রামলালা এখন উপস্থিত

দীর্ঘ প্রতীক্ষার পর আজ অযোধ্যায় ভগবান রামের মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যেই যাবতীয় আচার সম্পন্ন হয়েছে। এর পরে সমস্ত ভক্তরা ভগবান রামের দর্শন পেতে সক্ষম হবেন। ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা করার আচার শুরু হয়েছিল। রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য শুভ সময় ছিল অভিজিৎ মুহুর্ত। সেটা দুপুর ১২টা ২৯ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়, ভগবান রাম প্রথম জাগ্রত হন। তারপর বিশেষ মন্ত্র পাঠের পর ভগবান রামকে স্নান করিয়ে সমস্ত আচার-অনুষ্ঠানে শোভিত করা হয়। এইভাবে, ৮৪ সেকেন্ডের এই সময়টি প্রাণপ্রতিষ্ঠার জন্য খুব বিশেষ।

Advertisement
POST A COMMENT