Advertisement

Ayodhya Ram Lalla Pran Pratishtha: হাজার বছর থাকবে অক্ষত, অযোধ্যায় রাম মন্দির তৈরির 'কারখানা'য় bangla.aajtak.in

১০০ বছর টিকবে অযোধ্যার রাম মন্দির। সেজন্য সিমেন্ট বা লোহার রডের ব্যবহার হচ্ছে না।দক্ষিণী শৈলীতে পাথরের ব্লক পরপর সাজিয়ে তৈরি করা হচ্ছে মন্দির। ২০১৯ সালে সুপ্রিম কোর্টে রায়ে মন্দির তৈরির পথ প্রশস্ত হয়। তবে তারও ৩০ বছর আগে থেকে পাথর কেটে তৈরি হয়েছে মন্দিরের একাংশ। সেই পাথরই হাতে ঘষে পরিষ্কার করছেন মহিলারা। অযোধ্যায় মন্দির তৈরির কারখানায় ঘুরে এল বাংলা ডট আজতক ইন।

Advertisement
POST A COMMENT