উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে NDA ও INDIA জোটের দুই প্রার্থীই দক্ষিণ ভারতের। অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে উপনির্বাচনে পদপ্রার্থী ঘোষণা করল INDIA জোট। অন্যদিকে এনডিএ জোটের পদপ্রার্থী সি পি সুদর্শন রেড্ডি। সুদর্শন রেড্ডি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। গুয়াহাটি হাইকোর্টেও প্রধান বিচারপতি ছিলেন তিনি।