scorecardresearch
 
Advertisement

Kedarnath And Badrinath: প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢাকা কেদারনাথ ও বদ্রীনাথ

Kedarnath And Badrinath: প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢাকা কেদারনাথ ও বদ্রীনাথ

উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত চলছে। এলাকায় প্রবল তুষারপাতের ফলে ঢেকে গেছে বদ্রীনাথ ধাম। আবার অন্যদিকে কেদারনাথও বরফের চাদরে ঢেকে গেছে। এই সময় কেদারনাথ ও বদ্রীনাথ ধাম বন্ধ থাকে। দুই ধামের মন্দির চত্বর বরফে ঢেকে গেছে।

Advertisement