শেষ হল ৬ মাসের অপেক্ষা। খুলল বদ্রীনাথধামের কপাট। মন্দির চত্বরে ভিড় ভক্তদের। শ্রীহরির দর্শনের জন্য আকুল। ১৫ কুইন্টাল ফুলে সাজানো হয়েছে। ঐতিহ্যবাহী লোকসংগীত ও ব্যান্ডের সুরে উদযাপন।