Advertisement

Badrinath Landslide: চামোলিতে ভূমিধস, বন্ধ বদ্রিনাথ হাইওয়ে, আটকে প্রচুর পর্যটক

চামোলিতে ভূমিধস। উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রিনাথ হাইওয়ের উপর ভূমিধস হয়। এর ফলে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। লাংসির কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। রাস্তার দশ মিটার অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। প্রশাসন চেষ্টা করছে জাতীয় সড়ক পরিস্কার করার কাজ।

Advertisement
POST A COMMENT