Advertisement

Dhirendra Shastri: বাবা বাগেশ্বর এভাবেই হিন্দু রাষ্ট্র বানাবেন

এই মুহূর্তে বাবা বাগেশ্বর নামটা রাজনীতির দুনিয়ায় বেশ ঘোরা ফেরা করছে। তাঁর মন্তব্য রীতিমতো বিতর্ক তৈরি করছে। তবে এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন নেচে। যে সে নাচ নয়। ময়ূরের সঙ্গে নেচে তিনি ভাইরাল হলেন। তাঁর সামনে ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে। তিনিও ময়ূরকে নকল করে নাচার চেষ্টা করছেন। কখনও তিনি দু পায় এগিয়ে যাচ্ছেন, তো কখন আবার নেচে নেচে পিছিয়ে যাচ্ছেন। ময়ূরও বোধ হয় বুঝে গেছে, তাকেও বাগেশ্বর বাবার তালে তাল মিলিয়ে নাচ করতে হবে। তাই সেও সঙ্গ দিয়ে যাচ্ছে। প্রথমে তিনি একটা ময়ূরের সঙ্গে নাচতে ব্যস্ত ছিলেন। পরে আরও একটা ময়ূর এই আসরে যোগ দেয়। যদিও দ্বিতীয় ময়ূরকে দেখে তিনি একটু থেমেও যান। তারপর আবার পুরো উদ্যমে হাত পা তুলে নাচতে শুরু করে। নাচ শেষ করে ময়ূরকে আবার প্রণামও করতে দেখা যায় বাবা বাগেশ্বরকে। আমেদাবাদে প্রবীণ কোটাকের বাড়িতেই ময়ূরের সঙ্গে নাচতে মগ্ন ছিলেন তিনি। এই মুহূর্তে এই নাচের ভিডিও ভাইরাল। এর আগে সুরাটে গিয়ে বাগেশ্বর বলেছিলেন, পাকিস্তানও হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। যেই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।

bageshwar dham dhirendra shastri dancing with peacock.

Advertisement