Advertisement

Bhagwan Shree Ram Chandra Family: ভগবান রামের বংশধর এখনও বেঁচে আছেন, তাঁরা কোথায় থাকেন জানেন?

ভগবান রামের বংশধর আজও বেঁচে আছেন। কোথায় জানলে চমকে যাবেন। জয়পুরে থাকেন ভগবান রামের বংশধরেরা। জয়পুরের মহারানি পদ্মিনী দেবী একটি জায়গায় সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন- তার স্বামী জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং রামচন্দ্রের পুত্র কুশের 309 তম বংশধর। পদ্মিনী দেবী ও ভবানী সিং-এর একমাত্র মেয়ে দিয়া কুমারী। ভবানী সিং-এর মারা যাওয়ার পর দিয়ার ছেলে লক্ষ্য রায় সিংহাসনে বসেন। এই দাবি নিয়ে নানা মামলা হয়। তারা বলেছেন যে তারা নাকি রামচন্দ্রের বংশধর। তারা কুশওয়াহা বা কাচ্ছুয়া গোষ্ঠীর বংশধর। এর সপক্ষে তারা অনেক কিছু প্রমাণও দেখিয়েছেন। মনে করা হয় রামচন্দ্র ও সীতার বিয়ের পর তাদের সন্তান কুশের থেকে কুশওয়াহা বংশের জন্ম হয়েছিল।

Bhagwan Shree Ram Chandra Family Members Are Still Alive

Advertisement