ভারতের ধর্মীয় স্থান দর্শনের জন্য বিশেষ ট্রেন চালু করতে চলেছে, ভারতীয় রেলওয়ে। ধর্মীয় পর্যটন প্রসারের জন্য ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি চালু হচ্ছে। এই বিশেষ ট্রেনটি দিল্লি থেকে ছাড়বে। প্রথম যাত্রায় ট্রেনটি রওনা হবে শ্রীরামের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলিতে পর্যটক নিয়ে যাবে। নেপালের জনকপুরে অবস্থিত রাম জানকী মন্দিরও এই যাত্রায় অন্তর্ভুক্ত। ১৮ দিনে ৮ হাজার কিলোমিটার রাস্তা পরিক্রম করবে এই ট্রেনটি। আগামী ২১ জুন শুরু হবে এই বিশেষ ট্রেন।
IRCTC will launch the first Bharat Gaurav Tourist Train from Delhi on June 21