Advertisement

Rahul Gandhi: INDIA জোটের ছোট সমস্যার সমাধান করা হবে, আশাবাদী রাহুল গান্ধী

'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র তৃতীয় দিনে নাগাল্যান্ডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে সাংবাদিকদের প্রশ্নে INDIA জোট নিয়ে উত্তর দিলেন তিনি। নীতীশ কুমারকে INDIA জোটের আহ্বায়ক পদ প্রত্যাখ্যান করার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। নীতীশ কুমার আগামী দিনে INDIA জোট ছেড়ে এনডিএতে যোগ দিতে পারেন। উত্তরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "সত্যি বলতে, মিডিয়া এই জিনিসগুলিকে ওভারপ্লে করছে। INDIA জোটের নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে। আমি খুব আত্মবিশ্বাসী যে INDIA জোটে এই ধরনের ছোট সমস্যাগুলি সমাধান করা হবে এবং আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব এবং তাদের পরাজিত করব।"

Advertisement
POST A COMMENT