Advertisement

Bihar Students Fainted: প্রবল তাপপ্রবাহে বিহারের শেখপুরার একটি স্কুলে অসুস্থ হয়ে জ্ঞান হারায় ৪৮ ছাত্রী

গরমে কাহিল বিহারও। দেশের বিভিন্ন রাজ্যে গ্রীষ্মের ছুটি দেওয়া হলেও বিহারে স্কুল খোলা। সেই রাজ্যের বেগুসরাই এবং শেখপুরায় স্কুলের মধ্যে অসুস্থ হয়ে জ্ঞান হারায় ৪৮ ছাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। শেখপুরার একটি স্কুলে প্রচণ্ড গরমের কারণে ছাত্রীদের স্বাস্থ্যের এতটাই অবনতি হয় যে, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। শেখপুরার ওই স্কুলে ক্লাস চলাকালীনই এই ঘটনা ঘটে। মানকৌল আপগ্রেডেড মিডল স্কুলে ছাত্রীরা প্রতিদিনের মতো বুধবারও স্কুলে এসেছিল। তবে তারা অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার জেরে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রীদের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্কুলে আসে। পরে ওই ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
POST A COMMENT