Advertisement

Bihar Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা, বিহারের রঘুনাথপুরে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস

বুধবার সন্ধ্যায় বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যা জংশনে যাচ্ছিল আসা নর্থ ইস্ট এক্সপ্রেস। রাত ৯টা ৫৩ মিনিটে রঘুনাথপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হয়। ২৩ কোচের ট্রেনটি কামাখ্যা যাওয়ার জন্য বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়েছিল। এদিকে, ট্রেন দুর্ঘটনার পরেই দিল্লি এবং ডিব্রুগড় রুটে রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে ২১টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুটি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল-কাশী পাটনা জন শতাব্দী এক্সপ্রেস (15125) এবং পাটনা কাশী জন শতাব্দী এক্সপ্রেস (15126)।

Advertisement
POST A COMMENT