Dhoom সিনেমার কথা মনে আছে, যেখানে চুরির ঘটনা দেখে দর্শকদের গায়ে কাঁটা দিয়েছিল। আর শুধু সিনেমাই নয়, বাস্তব জীবনেও অনেক সময় এমন কিছু চুরির ঘটনা সামনে আসে, যা রীতিমতো চমকে দেয়। এবার তেমনই একটি চুরির ঘটনা ঘটে গেল। আর সেই ঘটনা সিসি ক্যামেরায় ধরাও পড়েছে। Rajasthan র কোটা শহরের জওহর নগর থানা এলাকায় বাইক চুরির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। শনিবার রাতে মাত্র দুই মিনিটের মধ্যে এক Ice Cream Parlour র কর্মচারীর বাইক চুরি করে দুষ্কৃতী। চুরির পুরো ঘটনাটি কাছের সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খুঁজছে।
Bike theft incident in Kota caught on CCTV