সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারির পর অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশ। সেই আগুনের আঁচ এসে পড়েছে ভারতেও। এরইমধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় ক্রাযত ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। ইতিমধ্যেই বাংলাদেশের বাণিজ্য বন্ধ করে দেওয়া, বাংলাদেশে ভিসা বন্ধ ও বাংলাদেশীদের ভারতে চিকিৎসা পরিষেবা না দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে সোমবার, ২ ডিসেম্বর, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বনগাঁয় পেট্রাপোল সীমান্ত অভিযান করে বিজেপি-সহ বিভিন্ন সংগঠন। এদিকে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও ছড়িয়ে পড়ছে আন্দোলন, বিক্ষোভের আঁচ।