'দাউদ ইব্রাহিমের অঙ্গুলিহেলনে চলতেন শাহরুখ। ওঁর ছবি কেউ দেখে না। ভারতের নাগরিক হিন্দু নিধনকারী বাংলাদেশিদের সমর্থন করছেন শাহরুখ। দেশের গদ্দার'। সংগীত সোমের পাশে পাঁশে দাঁড়ালেন বাংলার বিজেপি নেতা অর্জুন সিং।