আবদুর রহিম বক্সীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মামলা করা উচিত কলকাতা হাইকোর্টের। মালদার তৃণমূল সভাপতির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র। তাঁর কথায়,'অনুপ্রবেশকারী বাঁচাও আন্দোলন করছেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি বলছেন, বিজেপির কবর খুঁড়ব। তৃণমূলের মালদার বিধায়ক আবদুর রহিম বক্সী বলছেন, অ্যাসিড গলায় ঢেলে দেব'।