Advertisement

Dal Lake Tiranga Shikara rally: পহেলগাঁও হামলার সেই কাশ্মীরের ডাল লেকে মেলা তেরঙা, দেখুন VIDEO

শ্রীনগরের শিকারায় তিরঙ্গা যাত্রা করল বিজেপি। ডাল লেকের শিকারাগুলিতে ভারতীয় পতাকা উড়তে দেখা গেল। জম্মু-কাশ্মীর বিজেপির মুখপাত্র দারাকশন আন্দ্রাবি বলেন,'পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলায় নিহতদের আত্মা শান্তি পাবে। প্রধানমন্ত্রী নিজের কথা রেখেছেন'।

Advertisement
POST A COMMENT