ফের সংশোধিত ওয়াকফ আইনের সমালোচনা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির। তাঁর দাবি, এই আইন কার্যকর হলে দেশের ক্ষতি। সংখ্যালঘুদের এমনিতেই অনুপ্রবেশকারী বলে আক্রমণ করে বিজেপি। তা আরও বেড়ে যাবে। ওয়াকফ বোর্ডে আগে ভোট হত। তা বন্ধ হয়ে গেলে বিজেপি নিজেদের লোকজনকে বসাবে সেখানে। তাতে অরাজকতা সৃষ্টি হবে।