Advertisement

UP-র গ্রামে মানুষখেকো নেকড়ের শিকার শিশু-সহ ৯, ড্রোন ক্যামেরায় উঠল আতঙ্কের ছবি

মানুষখেকো নেকড়ের আতঙ্ক। ভয়ে রাতের ঘুম উড়েছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাসিন্দাদের। গত ২৬ অগাস্ট ঘুমন্ত শিশুকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায় নেকড়ের দল। কয়েকদিন আগে এক বয়স্ক মহিলার উপরেও হামলা চালায় তারা। গত ৩০ দিনে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জনেরও বেশি। প্রশাসন সতর্কতা জারি করেছে, রাতে একা বেরোনো যাবে না। এলাকায় নজরদারি শুরু করেছে বন দফতর। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারিও। তবে আতঙ্ক যাচ্ছে না গ্রামবাসীদের।

Advertisement
POST A COMMENT