Advertisement

Kangana Ranaut: এয়ারপোর্টে কঙ্গনাকে চড় মারার অভিযোগ, আটক CISF কনস্টেবল

সদ্য লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর ওপর হেনস্থার অভিযোগ আনলেন। সাংসদ ভবনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কঙ্গনা অভিযোগ করেছেন যে বৃহস্পতিবার হিমাচল থেকে দিল্লিতে যাচ্ছিলেন তিনি UK707 বিমানে। চণ্ডীগড় বিমানবন্দরে সিক্যুরিটি চেকিংয়ের পর বোর্ডিংয়ের সময় সিআইএসএফের মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরের ওপর কঙ্গনা তাঁকে চড় মারার অভিযোগ আনেন। এই অভিযোগের পরই কুলবিন্দর কৌরকে সিআইএসএফ তাদের নিজেদের হেফাজতে নেয় পরবর্তী পদক্ষেপের জন্য।

Advertisement
POST A COMMENT