Advertisement

Budget 2024 Highlights & Announcements: এক কোটি 'লাখপতি দিদি' বানাবে মোদি সরকার, বড় ঘোষণা

বাজেট 2024-এ মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কেন্দ্র সরকারের সুখবর। যা 9 কোটি মহিলার জীবন বদলেছে লাখপতি দিদি। ইতিমধ্যে 1 কোটি মহিলা লাখপতি দিদি-র সুবিধা পেয়েছেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 9 কোটি মহিলার জীবন বদলেছে লাখপতি দিদি। এই যোজনার অধীনে ইতিমধ্যে 1 কোটি মহিলা আওতাধীন। 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হবে। বর্তমানে এটি অন্য মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই যোজনা মহিলাদের আত্মনির্ভর হতে সহায়তা করে।

Budget 2024: ‘Lakhpati Didi’ scheme to target 3 crore women, says FM Nirmala Sitharaman

Advertisement