Advertisement

Bus Accident: নৈনিতালে বাস উল্টে জলে, জেসিবির সাহায্যে উদ্ধার

উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামনগরে একটি বাস জলের মধ্যে উল্টে যায়। বাসে মোট ৩৫ জন ছিলেন। বাসটি বৃষ্টির জলে ভর্তি একটি নালা পার হচ্ছিল। সেই সময় উল্টে যায় বাসটি। তবে সেই সময় একটি জেসিবি ছিল। সঙ্গে সঙ্গে জেসিবির সাহায্যে সব যাত্রীকে উদ্ধার করা হয়। সমস্ত যাত্রী নিরাপদে আছেন বলে জানা গেছে।

Advertisement
POST A COMMENT