ওড়িশার বাসালোরে করমণ্ডল দুর্ঘটনায় 3 রেলকর্মীকে গ্রেফতার করল CBI. ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। ধৃতদের নাম অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার । CBI-র দাবি, ধৃতেরা জানতেন দুর্ঘটনায় তাঁদের কার্যকলাপে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে তদন্ত শুরু করেন। শুক্রবার, আট জুলাই এই 3 জনকে গ্রেফতার করে CBI। উল্লেখ্য, গত 2 জুন ওড়িশার বাহনগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। তীব্র গতিতে চলতে চলতে হঠাতই লুপ লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে আপ করমণ্ডল এক্সপ্রেস।
CBI Arrested 3 For Coromandel Express Accident