আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌ সেনা। ১৯ হাজার কোটিতে ২০০টি ব্রাহ্মোস মিসাইল কেনার ডিল চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় নৌসেনার প্রধান আর হরিকুমার। তিনি জানিয়েছেন,ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল কেনার ব্যাপারে একটি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি। পাঁচই মার্চ এনিয়ে চুক্তি সাক্ষরিত হতে চলেছে। নৌসেনা বলেন,ভারতের বায়ুসেনা ও যুদ্ধবিমান চালকদের কাছেও সম্ভবত ব্রাহ্মোসই প্রাথমিক ‘এয়ার টু সার্ফেস’ অস্ত্র হতে চলেছে।
Brahmos Missile Indian Navy