scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3 Latest News: প্রথমবার চন্দ্রযান-3 জানাল চাঁদের কু-মেরুতে মানুষ বসবাস করতে পারবে কী না!

Chandrayaan-3 Latest News: প্রথমবার চন্দ্রযান-3 জানাল চাঁদের কু-মেরুতে মানুষ বসবাস করতে পারবে কী না!

চাঁদে গিয়ে পুরোদমে কাজকর্ম শুরু করে দিয়েছে চন্দ্রযান 3-র বিক্রম ও প্রজ্ঞান। একের পর এক ছবি তো বটেই, তথ্যও পাঠাতে শুরু করেছে ইসরোর সদর দপ্তরে। এবার ল্যান্ডার বিক্রমের পে লোডার জানাল, চাঁদের দক্ষিণ মেরুর ভূমির তাপমাত্রা কত। সে বলছে, চাঁদের পৃষ্ঠ থেকে তলার দিকে গভীরতা যত বেড়েছে, ততই কমেছে তাপমাত্রা। রবিবার ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে এ কথা। তার বক্তব্য, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠে তাপমাত্রা কেমন থাকে, কীভাবে বিভিন্ন গভীরতায় তাপমাত্রার পরিবর্তন হয়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পে-লোডার। সেই পরীক্ষার ভিত্তিতে পাওয়া তথ্য একটি গ্রাফের মাধ্যমেও দেখিয়েছে ইসরো।

Chandrayaan-3 Latest News

Advertisement