Advertisement

Chandrayaan-3 Latest News: ISRO এখন বড় টেনশনে, 22 সেপ্টেম্বর কী জাগবে চন্দ্রযান 3, নাকি সব শেষ

মামা বাড়িতে বেশ লম্বা একটা ঘুম ঘুমাল বিক্রম এবং প্রজ্ঞান। এবার তাদের ঘুম থেকে ওঠার পালা। তবে ঘুম থেকে উঠেই তাদের দিতে হবে বড়সড় পরীক্ষা। যার জন্য এখন প্রতীক্ষায় রয়েছে ISRO। কারণ 22 তারিখ ঘুম থেকে ওঠার পালা বিক্রম এবং প্রজ্ঞানের। ঘুমানোর আগে পর্যন্ত অনেক পরিশ্রম করেছে বিক্রম এবং প্রজ্ঞান। যতটা তাদের থেকে আশা করা হয়েছিল, তার থেকে অনেক ভালো ফল করেছে তারা। এখন ক্লান্ত হয়ে তারা ঘুমাচ্ছে। তবে আবার ঘুম থেকে উঠে কি তারা নতুন করে ইতিহাস গড়তে পারবে?

Chandrayaan-3 Latest News

Advertisement