scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3 Launch Update: অপেক্ষা শেষ, দুদিন পরেই চন্দ্রযান 3-র সফল উৎক্ষেপণ

Chandrayaan-3 Launch Update: অপেক্ষা শেষ, দুদিন পরেই চন্দ্রযান 3-র সফল উৎক্ষেপণ

শেষ মুহুর্তের প্রস্তুতি কার্যত সারা। বলা চলে ড্রেস রিহার্সাল কার্যত শেষ। প্রস্তুত চন্দ্রযান 3। 24 ঘণ্টা ধরে চলে চন্দ্রযান 3-এর এই ড্রেস রিহার্সাল। ইসরো একটি টুইট করেছে, এবং তাতে তারা জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের রায়ালসিমা অঞ্চলের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 14 জুলাই চন্দ্রযান-3 মহাকাশ যানকে লঞ্চ ভেহিকেল মার্ক-3-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে।জানা গিয়েছে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি LVM3 এখনও পর্যন্ত সবচেয়ে ভারী রকেট। এই রকেটের মাধ্যমে আগে সফল হয়েছে 6টি মিশন। GTO চন্দ্রযান-3 মহাকাশযানকে উৎক্ষেপিত করবে এই রকেট। ইসরো সূত্রের খবর, উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত এই এলভিএম-3। ইসরো চাইছে, চাঁদের মাটিতে চন্দ্রযান-3-কে সফল ভাবে সফট ল্যান্ডিং করাতে।

Chandrayaan-3 Launch Update

Advertisement