Advertisement

Chandrayaan-3 Live: চন্দ্রযান 3 চাঁদের একেবারে গা ঘেঁষে দেখুন ঠিক কোন জায়গায় ল্যান্ড করবে বিক্রম

সব যদি সঠিক পরিকল্পনা করে হয় তাহলে ভারতের নাম উঠে যাবে ইতিহাসে। ইতিমধ্যেই চাদের বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে, যা চন্দ্রযান 3-এর মাধ্যমে পাওয়া গিয়েছে। যে পরিকল্পনা ইসরো করেছে, এবং ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা থেকে যে ছবি পাওয়া গিয়েছে তা দেখে মনে হচ্ছে চাঁদের পৃষ্ঠের একটি নির্দিষ্ট জায়গা দ্রুত দেখে নিয়ে ল্যান্ড করবে চন্দ্রযান। তার জন্য কোথায় একদম পালকের মতো ল্যান্ডিং করতে পারবে সেই জায়গা খোঁজ করতে লেন্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর বিভিন্ন এলাকা ইতিমধ্য়েই স্ক্যান করে চলেছে । LPDC ইমেজ ল্যান্ডার মডিউলকে একটি অনবোর্ড মুন রেফারেন্স ম্যাপের সঙ্গে মিলিয়ে এর অবস্থান নির্ধারণে সাহায্য করবে।

Chandrayaan-3 Soft Landing Update

Advertisement