Advertisement

chandrayaan 3 News Update : একনজরে চন্দ্রযান-3-র জার্নি দেখেনিন, ইতিহাসের কাছাকাছি ভারত

অবশেষে, শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-3। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বুধবার জানিয়েছে যে চন্দ্রযান-3 মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল। বৃহস্পতিবারেই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের। আর তারপর থেকেই শুরু হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-2।

chandrayaan-3-speed-will-be-reduce-while-landing

Advertisement