Advertisement

PM Modi On Chandrayaan 3 Success: 'এবার সূর্য এবং শুক্রগ্রহে যাবে ভারত', আর কি বললেন মোদী?

বুধবার সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। চাঁদের দক্ষিণ পৃষ্ঠে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সফট ল্যান্ডিংয়ের পরই, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এটি "একটি নতুন যুগের ভোর"। প্রত্যেক ভারতীয় আজ উদযাপন করছে। প্রতিটি বাড়ি উদযাপন করছে। আমি এই গর্বিত মুহুর্তে আমার দেশের মানুষের সাথেও যুক্ত। এটি একটি নতুন যুগের ভোর," বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ইসরোর বিজ্ঞানীদের দলকেও অভিনন্দন জানিয়েছেন যারা মিশনটিকে সফল করেছে। তিনি বলেন, এরপর সূর্য ও শুক্রগ্রহে যাবে ভারত।

Advertisement
POST A COMMENT