Advertisement

Chandrayaan 4 Lupex Joint Mission: জলের খোঁজে এবার চাঁদে যাবে চন্দ্রযান 4, কোমর বেঁধে কাজ শুরু ISRO র

জলের খোঁজে ফের চাঁদে পাড়ি দিতে চলেছে ভারত। প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান 4। কাজে নেমে পড়ল ISRO। চাঁদের মাটিতে পদার্পণ করে ইতিহাস রচনা করেছে ভারত। তবে সেই সাফল্যে মশগুল হয়ে না থেকে, পরবর্তী চন্দ্রাভিযানের প্রস্তুতি নিতে শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। তবে চন্দ্রযান-4 যৌথ অভিযান হতে চলেছে। চন্দ্রাভিযানে হাত মেলাতে চলেছে ভারত এবং জাপান। চাঁদের মাটিতে জলের খোঁজ চালানোর উদ্দেশ্য নিয়েই রওনা দেবে চন্দ্রযান-4।

Chandrayaan 4 Lupex Joint Mission

Advertisement