বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মাওবাদীদের নিকেশ করার পর খুশি আমেজ। বৃহস্পতিবার গভীর রাতে জেলায় ডিআরজি জওয়ানদের রং মাখিয়ে স্বাগত জানানো হয়। ভারতের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-সহ ২৭ জন মাওবাদীকে খতম করেছে। ২০১০ সালে দান্তেওয়াড়ার গণহত্যায় বাসবরাজু জড়িত ছিলেন।