Advertisement

China Reacts On Chandrayaan 3: চন্দ্রযান 3-র সাফল্যে গা জ্বলছে চিনের, মহাকাশে মানুষ পাঠাবেন জিনপিং

সম্প্রতি চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের চন্দ্রযান 3। ভারতের এই সাফল্যে আর তাতে গোটা বিশ্ব খুশি হলেও গা জ্বলে যাচ্ছে চিনের। ভারতের এই সাফল্য কোনো মতেই মেনে নিতে পারছেন না জিনপিং প্রশাসন। আর তাই এবার মহাকাশেও ভারতের সঙ্গে টেক্কা দিতে মাঠে নামছে চিন। জানা গিয়েছে, তড়িঘড়ি মহাকাশে মানুষ পাঠানো কথা ঘোষণা করেছে বেজিং। এবার সেই মিশনের অনেক তথ্য সামনে এনেছেন প্রবীণ চিনা নভশ্চর ইয়াং লিও। যা নিয়ে ব্যাপক তোলপার পরে গিয়েছে। চিনে প্রকাশিত এক সংবাদ মাধ্যেমে লিও জানান, 2027-28 সাল নাগাদ মাহাকাশে মানববাহী যান পাঠাবে চিন। আর তাতে সাতজন নভশ্চর থাকবেন।

China Reacts On Chandrayaan 3

Advertisement