Advertisement

Chhattisgarh Waterfalls: বর্ষায় ছত্তিশগড়ের দুই জলপ্রপাতের সৌন্দর্যের টানে পর্যটকরা, দেখুন VIDEO

প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ছত্তিশগড়। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছত্তিশগড়ে পৌঁছে যায় পর্যটকরা। ছত্তিশগড়ের সৌন্দর্যের অনেককিছুর মধ্যে আছে জলপ্রপাত। ছত্তিশগড়ের দুই জলপ্রপাত চিত্রকোট ও তিরথগড়। আর এই দুই জলপ্রপাতের টানে ছুটে আসেন পর্যটকরা। বর্ষার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে এই জলপ্রপাত গুলি। আর এই সৌন্দর্য দর্শনের টানে ভিড় পর্যটকদের।

Advertisement
POST A COMMENT