একের পর এক ইন্ডিগো উড়ান বাতিল। দেশজুড়ে সম্স্যায় পড়েছেন যাত্রীরা। আজতকের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে. রামমোহন নাইডু কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন।