এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নানা জল্পনা। তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে দুই পাইলটের মধ্যে কথোপকথন থেকে জানা গিয়েছে, আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল জ্বালাইনি সুইচ। তবে এই রিপোর্টের ভিত্তিতে এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হতে চান না কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু।