Advertisement

Delhi Cloud Seeding: দিল্লিতে কৃত্রিম বৃষ্টি সফল, বিস্ময় ঘটাল ভারত! VIDEO

দিল্লির আকাশে সফলভাবে ক্লাউড সিডিং (Cloud Seeding) বা কৃত্রিম বৃষ্টি ঘটাল আইআইটি কানপুর (IIT Kanpur)। সংস্থার বিজ্ঞানীরা জানান, প্রায় ২৫ নটিক্যাল মাইল লম্বা ও ৪ নটিক্যাল মাইল চওড়া আকাশপথে এই পরীক্ষা চালানো হয়, যার পরিসর ছিল খেখরা থেকে বুরারির উত্তরে পর্যন্ত। দুপুর ১২টা ১৫ মিনিটে আইআইটি কানপুরের রানওয়ে থেকে একটি সনা বিমান ওড়ানো হয়, যার লক্ষ্য ছিল রাজধানীর আকাশে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা। সকাল থেকেই আবহাওয়া পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা প্রস্তুত ছিলেন। প্রথম দফায় বিমানটি মাটি থেকে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় ছয়টি ফ্লেয়ার ছাড়ে, যা ১৮.৫ মিনিট ধরে জ্বলতে থাকে। বিজ্ঞানীদের আশা, এই সফল পরীক্ষা ভবিষ্যতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও খরাপ্রবণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে।

Advertisement
POST A COMMENT