scorecardresearch
 
Advertisement

Cloud Burst: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রবল স্রোতে ভেসে গেল ঘর বাড়ি

Cloud Burst: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রবল স্রোতে ভেসে গেল ঘর বাড়ি

বৃষ্টিতে জম্মু-কাশ্মীরের অবস্থা নাজেহাল। এরই মধ্যে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল প্রচুর ঘরবাড়ি। জলের প্রবল স্রোত সামনে যা কিছু ছিল ভাসিয়ে নিয়ে গেল। ধস নেমে জম্মুর শ্রীনগর মহাসড়ক বন্ধ। মানালি, মান্ডি এবং অন্যান্য শহরগুলি থেকে মেঘ ভাঙা বৃষ্টির খবর আসছে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর।

Cloud Burst at Ramban

Advertisement