Advertisement

'কিঁউ নেহি বোলে গা?' Jai Hind, Vande Mataram নিয়ে রণংদেহি Mamata Banerjee, দেখুন

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে'হ্যান্ডবুক ফর মেম্বার্স অব রাজ্য সভা' নামে একটি নির্দেশিকা নিয়ে জোর বিতর্ক। তাতে বলা হয়েছে, সংসদের ভিতরে বা বাইরে বন্দে মাতরতম এবং জয় হিন্দের মতো স্লোগান দেওয়া যাবে না। তা সংসদীয় সৌজন্যের পরিপন্থী। বুধবার যানিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'জয় হিন্দ, বন্দে মাতরতম আজাদির স্লোগান।'

Advertisement
POST A COMMENT