'আমার মেয়ে ছোটবেলা থেকে সেনায় যোগ দিতে চেয়েছিলৃ। ঠাকুমার কাছ থেকে সেনার গল্প শুনত'। বললেন কর্নেল সোফিয়া কুরেশির মা। গর্বিত বাবা তাজ মহম্মদ কুরেশি। তিনি নিজেও সেনাবাহিনীতে ছিলেন। লড়েছেন ৭১-এর যুদ্ধও।