Advertisement

Ayodhya Outdoor Heaters: ঠান্ডা থেকে রক্ষা করতে অযোধ্যার বিভিন্ন রাস্তায় বসেছে আউটডোর হিটার

সারা উত্তরভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। এরমধ্যে হতে চলেছে অযোধ্যা রামমন্দিরের অভিষেক। প্রচুর মানুষের সমাগম হচ্ছে এখন থেকেই। প্রবল ঠান্ডায় মানুষ কাহিল হয়ে পড়ছে। এই ঠান্ডার হাত থেকে বাঁচাতে এক বিশেষ ব্যবস্থা নিয়েছে নগর নিগম। অযোধ্যার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ইনফ্রারেড আউটডোর হিটার। যা মানুষকে উষ্ণ করতে সাহায্য করবে।

Advertisement
POST A COMMENT