'দেশের জন্য মেয়ে যা করেছে, সেজন্য আমরা গর্বিত। পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা উচিত। ওটা ওদের নয়, আমাদের'। এমনটা বললেন কর্নেল সোফিয়া কুরেশির বাবা। তিনি নিজেও ছিলেন সেনায়। লড়েছেন মুক্তিযুদ্ধ। সোফিয়ার মা বললেন,'সেনার ব্যাপারে মেয়ে কিছুই বলে না। কারণ গোপনীয়তা রাখতে হয়। শত্রুরা যেন জানতে না পারে'।