সংসদের সদস্যপদ বহাল থাকছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ২০১৯ সালে মোদী পদবি মামলায় রাহুল গান্ধী দোষী সাব্যস্ত করে নিম্ম আদালত। সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেয়। এই মামলায়, সুপ্রিম কোর্ট শুক্রবার রাহুলকে দোষী সাব্যস্ত করার রায় স্থগিত করে বলেছিল যে বিচারক সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কোনও কারণ দেননি। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখতে হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ আজ বহাল করা হচ্ছে । সূত্রের খবর, লোকসভা সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করতে পারে। আর এই খুশিতে মিষ্টিমুখ করলেন INDIA জোট। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
I.N.D.I.A Alliance Leaders Celebrate Restoration of Lok Sabha Membership of Rahul Gandhi