Advertisement

Congress MP Dhiraj Prasad Sahu Reaction: ৩৫৩ কোটি টাকা কোথা থেকে এল? মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু

ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী মহল থেকে। অবশেষে ১০ দিন পর এ নিয়ে নিরবতা ভাঙলেন সাংসদ। এদিন সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি জানান, “এটা তাঁর বা কংগ্রেস দলের টাকা নয়, এটা পারিবারিক ব্যবসার টাকা।” এবং তিনি আরও জানান, “তাঁদের যৌথ পরিবার এবং অনেক বড়। তাঁরা সকলেই ব্যবসায় জড়িত। তাদের সন্তানেরাও পারিবারিক কোম্পানির বিভিন্ন দিক দেখাশোনা করে। যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেটা সম্পূর্ণ ব্যবসার টাকা, এবং এতে কোন দুর্নীতি নেই। প্রয়োজনে তাঁরা আয়কর বিভাগকে এই টাকার হিসাব দেবেন।” পাশাপাশি তিনি তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

Congress MP Dhiraj Sahu First Reaction On IT Raid

Advertisement
POST A COMMENT