Advertisement

Indore এ ঘরে ঘরে শৌচালয়ের জল, মৃত ৩, অসুস্থ ১৫০

শৌচাগারের দূষিত পানি বাড়ির জলের লাইনে ঢুকে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। দেড়শোর বেশি মানুষ গুরুতর অসুস্থ। দূষিত পানীয় জল পান করার পর বাসিন্দারা অসুস্থ হতে শুরু করেন। অবহেলার জন্য দুই পুরকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে বরখাস্ত করা হয়েছে।

TAGS:
Advertisement
POST A COMMENT