Advertisement

Corbett National Park: প্রাণীদের জলের চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থা করবেট ন্যাশনাল পার্কে

গরমে মানুষ নাজেহাল। প্রাণীদের অবস্থাও সঙ্গীন। করবেট ন্যাশনাল পার্কের প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বেশ কিছু জলের গর্ত তৈরি করা হয়েছে। পুরনো ১৫০ টির বেশি জলের গর্তকে সংস্কার করা হয়েছে। প্রাণীরা যাতে জলের সন্ধানে পার্কের বাইরে চলে না যায় সেব্যাপারে সতর্ক থাকছে কর্তৃপক্ষ।

Advertisement
POST A COMMENT