রেল দুর্ঘটনার টাকা পেতে জীবিত স্বামীকেই মৃত বানিয়ে দিলেন স্ত্রী। আর সেই পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশ। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ভয়াবহতার রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। তবে এই অসহায় সময়েও দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি সেই টাকাতেও ভাগ বসানোর ফন্দি আঁটছে। এমনই একটি ঘটনা ঘটেছে কটকে। জানা যায়, এক মহিলা তাঁর জীবিত স্বামীকে 'মৃত' বলে দাবি করে ওড়িশা ট্রেন দুর্ঘটনার আর্থিক ক্ষতিপূরণের টাকা নেওয়ার আবেদন জানিয়েছিলেন। যদিও সে ছক বানছাল হয়ে যায়। এ ব্যাপারে মহিলার স্বামী বিজয় দত্ত নিজেই মানিয়াবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। কটক জেলার বাদাম্বা থানার অধীন মানিয়াবান্ধা এলাকার বাসিন্দা গীতাঞ্জলি দত্ত নামে ওই মহিলা শহরের একটি হাসপাতালে পৌঁছেছিলেন যেখানে শনাক্তকরণের জন্য মৃতদেহ রাখা হয়েছিল।
Coromandel Express Accident update.