Advertisement

Coromondel Express Accident: 'সবার উপরে মানুষ সত্য': বালেশ্বরের হাসপাতালে রক্তদান করতে ব্যাপক ভিড় স্থানীয়দের

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Train Accident) মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মিছিল। বালেশ্বর, কটকের হাসপাতালে বহু আহত যাত্রী কাতরাচ্ছেন যন্ত্রণায়। এহেন সময়ে মানবিকতার নজির। বালেশ্বরের হাসপাতালে রক্ত দান করতে ব্যাপক ভিড়। তাঁদের প্রার্থনা একটাই 'সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।'

Advertisement
POST A COMMENT