Advertisement

Hema Malini: দেরাদুনে নিনাদ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন হেমা মালিনীর, দেখুন VIDEO

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার দেরাদুনের লেমনওয়ালায় সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক উৎসব নিনাদের সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নিয়েছিলেন। নিনাদ উৎসবের শেষ দিনে কত্থকের মাধ্যমে শিব মহিমা পরিবেশন করেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা মালিনী। তার নৃত্যাভিনয় দেখে দর্শকরা মুগ্ধ। তিনি সতীদহন, পার্বতী জনম, বীরভদ্র, শিব বরাত, শিব বিবাহ অনুষ্ঠান মঞ্চস্থ করেন।

Advertisement
POST A COMMENT