scorecardresearch
 
Advertisement

Cyclone Biparjoy: হাতে সময় 4 ঘণ্টা, 'সাইক্লোন বিপর্যয়' 200 কিমি বেগে ভয়ঙ্কর হয়ে উঠবে

Cyclone Biparjoy: হাতে সময় 4 ঘণ্টা, 'সাইক্লোন বিপর্যয়' 200 কিমি বেগে ভয়ঙ্কর হয়ে উঠবে

হাতে সময় বলতে আর মাত্র 4 ঘণ্টা। আর এরমধ্যেই আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'বিপর্যয়'। এই ঘূর্ণিঝড় গুজরাটের পোরবন্দর উপকূল থেকে 200-300 কিলোমিটার দূরত্ব দিয়ে পাস করবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এই সময় বিপর্যয়ের গতিবেগ থাকবে ঘণ্টা 200 কিলোমিটারের মতো। ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে আগামী চার-পাঁচ দিন ধরে গুজরাটের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লেটেস্ট আপডেটে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় ঘূর্ণিঝড় বিপর্যয় ধীরে ধীরে উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে যাবে। এরপর আগামী তিন দিনে ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘুরবে।

Cyclone Biparjoy in Arabian Sea

Advertisement